আসাদের পতনে আমেরিকা মাননীয় স্পিকার?
বলতে গেলে প্রায় মুহুর্তেই সিরিয়া দখল করে নিল বিদ্রোহীরা। বড় বড় শহরগুলোর পতন হল, অঞ্চলগুলো চলে এল নিয়ন্ত্রণে; অবসান হল প্রেসিডেন্ট বাসার আল আসাদ'র যুগের শাসন। বদলে যাওয়ার শুরু হল দেশটির ভবিষ্যতের। বহু বছর ধরেই এক ধরনের স্থবিরতা ছিল সিরিয়ায়। গৃহযুদ্ধে কোন ফলাফল আসবে বলেই মনে হচ্ছিল না। আর তখুনি এই ধাক্কা! অবাক জনগণ, উত্তেজিত হয়ে পড়ল মিডিয়াও। কিন্তু পৃথিবীর মোড়লদের কি অবস্থা! তারা কি আগেই আঁচ করতে পারছিলেন, কি হতে যাচ্ছে এখানে! বিশ্লেষকরা বলছেন, ঘটনা আন্দাজ করতে পারেনি জো বাইডেন এর আমেরিকান প্রশাসনও! এখন এই নতুন এই ব্যবস্থায় কি পদেক্ষেপ নিবে তারা?
“আমার মনে হয়, এখানে যে ঘটেছে তাতে ধাক্কা খেয়েছে ওরাও,” বললেন ওয়াশিংটন ডিসি আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো কুতাইবা ইডলবি। “আমরা যারা আন্তর্জাতিক ঘোটনার ওপর নিয়মিত নজর রাখি, আমরাও ভাল বুঝছি না, এরপর কি হতে যাচ্ছে এখানে।” জনাব ইডলবি নিজেও একজন সিরিয়ান উদ্বাস্তু।
হায়াত তাহরির আল শামস দামেস্ক শহরে ঢোকার পরে বাইডেন দুই কথায় তাঁর প্রতিক্রিয়া জানিয়েছিলেন। তিনি বলেছিলেন 'ঐতিহাসিক সুযোগ' এর কথা; একই সাথে বলেছিলেন 'ঝুঁকি আর অনিশ্চয়তা'র কথা। আল আসাদ'র পতনে তার দুরবর্তী ভূমিকার কথা মনে করিয়ে দিতেও ভুলেননি। এটা নাকি সম্ভব হয়েছে গাজা আর লেবাননে ইসরায়েলের যুদ্ধে সমর্থন, পাশাপাশি সিরিয়া আর ইরাকের বিদ্রোহী গ্রুপগুলোকে অব্যাহত সহায়তার কারণেই। সেই কারণেই দুর্বল হয়েছে ইরান; দুর্বল হয়েছে আসাদ'র শাসন। বাইডেন আরও মনে করিয়ে দেন, ইউক্রেন যুদ্ধে আমেরিকা জোরালো সমর্থন জানিয়েছে বলেই আসাদ'র ঘনিষ্ঠ মস্কোর মনযোগ অন্যদিকে ছিল।
“এই প্রথম, রাশিয়া বা ইরান বা হিজবুল্লাহ কেউ সিরিয়ার স্বৈরাচারকে রক্ষায় দাঁড়াতে পারেনি।” -জো বাইডেন।
সামনের দিনে ওয়াশিংটন মনযোগ দিবে সিরিয়ার প্রতিবেশীদের সহায়তা ও সমর্থনের দিকে; ভাগ্যবান দেশগুলো হল- জর্ডান, লেবানন, ইরাক এবং ইসরায়েল। সেই সাথে এটা মনে করিয়ে দিতেও ভোলেননি- বিদ্রোহী গ্রুপগুলোর মধ্যে কয়েকটির সন্ত্রাসী তৎপরতার ইতিহাসও আছে! আমেরিকার সন্ত্রাসীদের তালিকায় কিন্তু এই হায়াত তাহরির'ও ছিল। আহমদ আল সারা ২০১৭ সালে আল কায়দা থেকে বেরিয়ে এই গ্রুপ যখন গঠন করেছিলেন, তখন তিনি প্লুরালিসম আর সাম্যের কথা বলেছেন। কিন্তু এখন সিরিয়ার বিচিত্র জনগোষ্ঠীকে তিনি কিভাবে সামাল দিবেন? প্রশ্ন এখন ৫টি।
- রাশিয়ায় বসে আসাদ কি পরিকল্পনা করতে পারেন?
- ইসরায়েল, সিরিয়ার রাজনীতিতে কতটা হস্তক্ষেপ করবে?
- বিদ্রোহীরা নিজেদের মধ্যে কতটা সমঝোতা করতে পারবে?
- ইজরাইল প্রসঙ্গে বিদ্রোহীরা কঠোর হতে পারবে কি না?
- দেশের অর্থনীতি পুনর্গঠনে তারা কি কি পদক্ষেপ নিবে?


