ডিঙ্গি আবার কারা?

জীবনকে আসলে অতটা সিরিয়াসলি নেয়ার কি কিছু আছে? যত ভাবে সমাজ বা সময়কে ব্যাখ্যা করার চেষ্টা করি না কেন, পরিণতি একটাই- মৃত্যু। এই ভয়াবহ ভাবনা আমাদের প্রতি মুহুর্তে ধ্বংস করতে পারে। আবার এই সত্য এড়িয়ে চলারও উপায় নাই। তো করণীয় কি?

রাজনীতি অর্থনীতি বা সাহিত্য নিয়ে লেখাপড়া করে সময় কাটানোর একটা মজা আছে। আপাত অর্থহীন জীবনকে খানিকটা হলেও অর্থের ইলিউসনে ফেলা যায়। সেই জন্যই 'ডিঙ্গি'।

ডিঙ্গি আপনাকে জ্ঞান সমুদ্রের অনুভূতি দিবে কিন্তু অনেক দুরে নিয়ে যাবে না। নিজের জাহাজ নিজে খুঁজে নিয়ে যতদূর খুশি যান।

কিন্তু এই যে, ডিঙ্গিতে চড়িয়ে খানিকটা ঘুরিয়ে আনলাম, তার জন্য কিছু পয়সা কড়ি দিলে আমাদের জীবনেও কিছু ভাল অর্থ প্রয়োগ করা সম্ভব।

লেখা পাঠান, মতামত দিন বা যোগাযোগ করুন- dinghydigital@gmail.com

  • ডিঙ্গি'র কোন রাজনৈতিক আকাঙ্ক্ষা বা উচ্চাভিলাষ নাই।
  • ডিঙ্গি'তে লেখা পাঠাতে পারেন যে কোন বিষয়ে।
  • লেখা প্রকাশিত হলে কোন টাকা প্রত্যাশা করবেন না।
  • লেখা প্রকাশিত না হলে রাগ করবেন না।
  • ডিঙ্গি'র লেখা শেয়ার করুন।
  • নিয়মিত ডিঙ্গি'র ওয়েবসাইট ভিজিট করুন।