লেনার্ড কোহেন'র তিনটি কবিতা
বিচ্ছেদ
(Split/Book of Longings)
কি যে আমার হবে
এই ভালবাসা দিয়ে
এই লোমশ হাতল আর
এই বিষ-স্বাদ মদ নিয়ে

কাকে নিয়ে যাব আমি
সর্বনাশের কুলে
হাঁটুতে চেপেছি তার মন
ঠোঁটখানি চুলে
তাই হাতে তুলে সব ভালবাসা
ছিঁড়ে দেব মাঝ খানে
এক ভাগ হাতে রেখে আরখানা
ছুঁড়ব তোমার পানে
তারপরে মদে ডুবিয়ে দু’ ঠোঁট
আমরা লুকেবো সব …
প্রেমিকেরা বলবে হাহাকার
আর জনের মুখেতে ভীষণ হাসি
আর তোমার শয্যায় প্রিয়তমা
আমি গা এলিয়ে দিয়ে
হাড় খুলি মাটি চাপা দেব
কনেকে করব বিয়ে
আর তুমিও ঠিক সেভাবে
আমার ঘরে এসে
খুঁড়ে খুঁড়ে ক্লান্ত হয়ে
বরকে দেবে সমাধি
যে প্রেম আছে বেঁচে মরে
বলছি তার দোহাই দিয়ে
আমরা পৃথক হব
আর আমরা করব বিয়ে।
সিগারেট ইস্যু
(The Cigarette issue/Book of Longings)
আবার হতে যাচ্ছে শুরু
আর সে প্রথমবারের মতই
মেয়েটার নাম ক্লেয়ার
ফরাসি
কিন্তু এবার ছেলেটা

নাম নিয়েছে জাইকান
বুড়ো সে
গ্রিস নয় এবার আর
ভারতে
অসুখের আরেক নতুন দেশ
কিন্তু এবার
ছেলেটা তার অসুখীপনায়
একদম অসুখী নয়
আর ক্লেয়ারও খেয়াল করে দেখে
এই ছেলেটা
হদ্দ উনসত্তুরে বুড়ো
কিন্তু যা আছে ঠিকঠাক আগের মত
সেই শপথ, সেই সুন্দর
আর সিগারেটের
পাহারা
খোলা প্যাকেটের গায়ে আঁকা
ছোট্ট পারে্থনন
আর মুম্বাই, চল্লিশ বছর আগেকার
এথেন্সের মতই
স্বস্তিতে ধূমপানের শহর
তো, এখন ঐটুকুই যথেষ্ট
তাকে ঠিক ভালবেসে ফেলা যাবে,
বাসা যাবে পড়ে থাকা জীবনকেও
পুঁথিগত বিদ্যাখানা সম্বল করে
অনেক হয়েছে
(This Is It/Book of Longings)
অনেক হয়েছে
তোমার পেছনে আর আমি ছুটছি না
এখন বরং শুয়ে থাকি আধ ঘন্টা
অনেক হয়েছে
তোমার স্মৃতির পেছনে
আর ছুটছি না
তার ভেতর মুখ ঘষাঘষিও শেষ
এখন হাই তুলব
এখন আড়মোড়া ভাংব
তারপর উল বোনা কাঁটাখানা তুলে
গলে দেব নাকে
খুঁচিয়ে খুঁচিয়ে বের করে নেব ঘিলু

ভালবাসতে চাই না তোমায় আর
বাকি জীবনভর
তোমার স্পর্শ কেবল
আমার স্পর্শে এসে পড়ুক
আমার যাঁতি দিয়ে
খুলে যাক তোমার কল
শুধু বেঁচে থাকতে চাই না
জিহ্বটা ঝুলিয়ে রেখে এক হাত
আর যেখানে ছিল বেসবল ব্যাট
সেইখানে
নোংরা গান ভনভন করে
অনেক হয়েছে
এখন আমি ঘুমুবো প্রিয়তমা
জাগিয়ে দিও না যেন
একটা প্রশান্ত মসৃন মুখ দরকার
লালা ঝরিয়ে
আমি ঘুমুবো এখন
সে তুমি ভালবাস আর নাই বাস।
অনেক হয়েছে
বলিরেখা আর বদ গন্ধের
এই নতুন বিশ্ব ব্যবস্থা
আর কখনই ফেরা হবে না
সেই আগের মতন
তোমাকে খেতে থাকা
চোখ বন্ধ করে করে
কেবল আশা চোখ মেলবে না
চলে যাবে না
এখন হবে অন্য কোন কিছু
আরও ভয়াল
আরও বোকাটে
আরও ঠিক এইরকম
অল্পখন ধরে।