দার্শনিক আন্টোনিও নেগ্রি'র জীবন ও সংগ্রাম

Asad_USA
আন্টোনিও নেগ্রি মার্ক্সবাদী হলেও তার প্রধান পরিচয় কিন্তু রাজনীতিবিদ নয়, দার্শনিক।

সবাই এভাবেই ভাবে।

একটা আন্দোলন দাঁড় করতে চাই নেতৃত্বের প্রতি আনুগত্য আর সিদ্ধান্ত আসবে নেতৃত্বের কেন্দ্র থেকে। কিন্তু ৬০ এর দশকে ইতালির কয়েকজন মার্ক্সিস্ট ভাবতে শুরু করলেন ভিন্নভাবে।

তাদের মনে হল, কমিউনিস্ট আন্দোলন বড় কতৃত্ববাদী বা অথোরেটিয়ান; এটা ভাঙ্গা দরকার।

এল এক নতুন তত্ত্ব- অটোনমিজম। আমরা বাংলা করলাম 'স্বতন্ত্রবাদ'। (*যদিও আক্ষরিক অর্থে দাঁড় করালে শব্দটা হওয়া উচিত 'স্বায়ত্বশাসনবাদ'; কিন্তু 'স্বায়ত্বশাসন' শব্দের অর্থ বাংলায় ভিন্ন ব্যঞ্জনা আনে।)

এই তত্ত্বের শুরু যাদের হাতে, তাদের মধ্যে অন্যতম হলেন আন্টোনিও নেগ্রি।

১৯৩৩ এ জন্ম; মৃত্যু এই ২০২৩ এর ১৬ ডিসেম্বর তারিখে।

নামটা বাংলাদেশের বামপন্থী মহলে খুব পরিচিত বলা যাবে না।

পরিচিত হওয়ার কথাও নয়।

কারণ অনেক সফল কোন আন্দোলন তার হাতে গড়ে উঠেনি। কিন্তু ৬০ আর ৭০ দশকে ইউরোপের ঝড়ো সময়ে যারা মার্ক্সিজম চর্চা করেছেন, নতুন সময়ে মার্ক্সবাদের ব্যাখ্যা হাজির করার চেষ্টা করেছেন, তাদের মধ্যে নেগ্রি'ও ছিলেন।

একদিকে যুক্ত ছিলেন এনার্কিস্টদের সাথে, অন্যদিকে ছিলেন ফুকো, দেরিদা আর দেল্যুজ এর মত দার্শনিকদের সহকর্মী। কেন নেগ্রি এবং তার সহযোদ্ধারা মার্ক্সিস্ট অথোরেটিয়ান'দের বিপরীতে 'অটোনমিজম' আনলেন, কি ছিল তাদের তত্ত্বের ধরণ, তাই নিয়ে আজকের এই লেখা।



নেগ্রি'র জীবন

জেলে বসেই ইলেকশন করেছিলেন নেগ্রি ১৯৮৩ সালে। র‍্যাডিকাল পার্টির হয়ে সেই নির্বাচনে জিতার পরে 'সংসদীয় ক্ষমতার' জোরে মুক্তি পান জেল থেকে।

বাবা ছিলেন কমিউনিস্ট কর্মী, মা শিক্ষক।

১৭ বছর বয়সে রোমান ক্যাথলিকদের এক ধর্মভিত্তিক দলে যোগ দিলেও বছর তিনেকের মধ্যে তার দৃষ্টিভঙ্গির একটা মৌলিক পরিবর্তন হয়। ইটালিয়ান সোশ্যালিস্ট পার্টিতে যোগ দেন ১৯৫৬ সালে এবং সেখানে ছিলেন প্রায় ৭ বছর। দর্শনে পড়াশোনা শেষ করে যোগ দেন ইউনিভার্সিটি অফ পাডুয়া'য়।

তার ভিন্ন চিন্তার শুরু ৬০ এর দশকের শুরুতে। কমিউনিস্ট পার্টির বলয়ের বাইরে তখন যারা কাজ করছিল, তাদের একটা পত্রিকা ছিল- কোয়াদেরনি রসি- বাংলা করলে দাঁড়ায়, লাল নোটবই।

বিয়ে করেছেন ১৯৬২ তে, পালা মিও'কে।

তার নিজ উদ্যোগে সাংগঠনিক জীবনের শুরু ১৯৬৯ এ। এই সময় তিনি 'পোটেরে ওপেরাইও' (শ্রমিক শক্তি) নামের একটি সংগঠন গড়ে তোলার অন্যতম অংশীদার। তারা কাজ করতেন মূলত বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে। ১৯৭৭ সালে প্রবল আন্দোলনের সময়েও সক্রিয় থাকেন নেগ্রি।

১৯৭৮ সালে খ্রিসচিয়ান ডেমোক্রেসি দলের নেতা আলডো মরো'কে অপহরণ করেছিল রেড ব্রিগেড নামের একটি সংগঠন। অপহৃত অবস্থাতেই মারা যায় মরো। সরকার ধারনা করে, এই অপহরণের সাথে যুক্ত আন্টোনিও নেগ্রি। পরে উঠে আসে, এই ঘটনায় সরাসরি জড়িত না থাকলে ইতালিতে বাড়তে থাকা কমিউনিস্ট জঙ্গি তৎপরতার সাথে নেগ্রি'র যুক্ততা আছে। গ্রেপ্তার হয়ে যান তিনি।

নেগ্রি'র পাশে দাঁড়ান মিশেল ফুকো, ফেলিক্স গুয়াত্তারি, দেল্যুয এর মত বুদ্ধিজীবীরা। জেলে বসেই ইলেকশন করেছিলেন নেগ্রি ১৯৮৩ সালে। র‍্যাডিকাল পার্টির হয়ে সেই নির্বাচনে জিতার পরে 'সংসদীয় ক্ষমতার' জোরে মুক্তি পান জেল থেকে। কিন্তু তিনি জানতেন, যে কোন দিন তাকে আবার এরেস্ট করা হতে পারে। তাই পালালেন ফ্রান্সে। সেখানে ১৪ বছর কাটালেন নির্বাসিত জীবন।

ফ্রান্সে তিনি পড়াতে শুরু করলেন ভিন্সেন্সের ইউনিভার্সিটি প্যারিস ৮ এ। পাশাপাশি ক্লাস নিচ্ছিলেন জাঁক দেরিদা'র 'ইন্টারন্যাশনাল কলেজ অফ ফিলোসফি'তে। ফ্রান্সে তার থাকার শর্তই ছিল, কোন রাজনৈতিক কাজে জড়ানো যাবে না। তবু বামপন্থী বুদ্ধিজীবীদের সাথে তিনি যুক্ত ছিলেন, লেখালেখি করেছেন বিস্তর। ১৯৯৭ তে নেগ্রি স্বেচ্ছায় ফিরে যান ইতালি'তে, ধরা দেন আদালতে। ছাড়া পান ২০০৩ সালে। জেলে বসেও চলেছে তার লেখালেখি। দ্বিতীয় বিয়ে করেছেন ২০১৬ তে, জুডিথ রেভেল নামের একজন দার্শনিককে।

নেগ্রি মারা গেছেন ১৬ ডিসেম্বর ২০২৩ সালে।



অটোনমিজম আসল কিভাবে?

এই আন্দোলনের একটা অংশ ল্যাটিন আমেরিকার এনার্কিস্ট মুভমেন্ট দিয়ে প্রভাবিত হয়।

১৯৫৬ সালের পর থেকে মার্ক্সবাদ কি, এই প্রশ্ন নতুন করে উঠে।

স্টালিনের বিরুদ্ধে তখন সোচ্চার ক্রুসচেভ।।

ইতালির বামপন্থী বুদ্ধিজীবীরাও ভাবছিলেন, সেই সময়ের শ্রেণী গঠন আর শ্রেণী সংগ্রামকে বুঝতে মার্কসের পুনঃপাঠ দরকার।

তাদের ভাবনা চিন্তার সমর্থন পেয়েছেন তারা সাধারণ মানুষের কাছ থেকে, শ্রমিকদের কাছ থেকে। মূলত তারা ছিলেন, ইতালিয়ান কম্যুনিস্ট পার্টি আর ইতালিয়ান সোশ্যালিস্ট পার্টি যেভাবে পরিচালিত হয়, তার বিরোধী। কিন্তু এই বুদ্ধিজীবীরা নিজেদের একটা পার্টি গড়ে তোলার ব্যাপারে আগ্রহী ছিলেন না। বরং মূল ধারার পার্টিগুলোর ভিতরে থেকেই তারা কাজ করাকে সঠিক বলে মনে করতেন।

এই আন্দোলনের একটা অংশ ল্যাটিন আমেরিকার এনার্কিস্ট মুভমেন্ট দিয়ে প্রভাবিত হয়। তারা পরে গঠন করে 'রেড ব্রিগেড'। এই ব্রিগেডের আক্রমণাত্মক কর্মকান্ডের কারণে নেমে আসে সরকারি দমন পীড়ন। অনেক নেতা কর্মী বুদ্ধিজীবীদের পালাতে হয়, যেতে হয় আত্মগোপনে।



অটোনমিজম কি বলে?

  • তারা বলে, শ্রমিক শ্রেনী, পুঁজি থেকে স্বতন্ত্র (অটোনমাস)
  • আর সেই জন্য পুঁজির বিরুদ্ধে লড়াইয়ের মিত্র শক্তি। ফলে তাদের বিচ্ছিন্ন প্রতিটি লড়াই-ই পুঁজিবাদকে দুর্বল করে। অটোনমাসরা মনে করে, শ্রমিক শ্রেণীর সংগঠন তৈরি হতে হবে নিচ থেকে ওপরে, আর সংগঠন গড়ে উঠবে আনুভূমিকভাবে। কেবলমাত্র তখুনি শ্রমিকদের সংগ্রাম যুক্ত হতে পারে সামাজিক সংগ্রামের সাথে।

  • মার্ক্সবাদকে দুটি দিক আছে
  • এক, মার্ক্সবাদ হল বিজ্ঞান; এটি শ্রম ও পুঁজির সম্পর্ক বিশ্লেষণ করে। আর দুই, মার্ক্সবাদ একটি বিপ্লবী তত্ত্ব; এটি শ্রমিকশ্রেনীকে পুঁজিবাদের বিরুদ্ধে প্রধান শক্তি হিসেবে দেখে।

  • শ্রমিক শ্রেণী কেন স্বতন্ত্র (অটোনমাস)?
  • কারণ, পুঁজির শ্রমকে প্রয়োজন কিন্তু শ্রমের পুঁজিকে প্রয়োজন নেই। অটোনমিস্টর মার্ক্সের শ্রমমূল্য তত্ত্ব (Labour Theory of Value) অস্বীকার করেন।

  • শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কোন লেনিনিস্ট পার্টি থাকার প্রয়োজন নেই
  • কারণ সামাজিক উৎপাদন ব্যবস্থার অনেক পরিবর্তন হয়ে গেছে, শ্রমিক শ্রেণী ইতোমধ্যে পুঁজি অপেক্ষা স্বতন্ত্র হয়ে উঠেছে। শোষণমূলক ব্যবস্থা উচ্ছেদের আকাঙ্ক্ষা শ্রমিক শ্রেণীর মধ্যেই আছে, একে নির্দেশনা দিয়ে সফল করে তোলার জন্য কোন পার্টি দরকার নেই।



আন্টোনিও নেগ্রি'র লেখা বই-

  • Revolution Retrieved: Selected Writings on Marx, Keynes, Capitalist Crisis and New Social Subjects, 1967–83, 1988
  • The Politics of Subversion: A Manifesto for the Twenty-First Century, 1989 Communists Like Us, 1990
  • The Savage Anomaly: The Power of Spinoza's Metaphysics and Politics, 1991
  • Marx Beyond Marx: Lessons on the Grundrisse, 1991
  • Insurgencies: Constituent Power and the Modern State, 1999
  • Time for Revolution, 2003
  • Subversive Spinoza: (Un)Contemporary Variations, 2004
  • Books for Burning: Between Civil War and Democracy in 1970s Italy, 2005
  • Political Descartes: Reason, Ideology and the Bourgeois Project, 2007
  • Reflections on Empire, 2008
  • Empire and Beyond, 2008
  • Diary of an Escape, 2009
  • Art and Multitude, 2011
  • Marx and Foucault, 2016
  • Spinoza: Then and Now, 2020
  • Marx in Movement: Operaismo in Context, 2021
  • The End of Sovereignty, 2022

পড়ে দেখতে পারেন